ঝিনাইদহের মহেশপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মকলেছুর রহমান (৫০) নামের একজন নিহত হয়েছেন।
রোববার (১০ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার কৃষি অফিসের সামনে এই ঘটনা ঘটে।
নিহত মকলেছুর রহমান উপজেলার বেলেমাঠ গ্রামের আনসার আলীর ছেলে।
স্থানীয়রা জানায়, মকলেছুর মোটরসাইকেল যোগে কৃষি অফিসের সামনে পৌঁছালে বিপরীতগামী আরেকটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে দুই মোটরসাইকেলের আরোহী গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্ব্যাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিসৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম উদ্দীন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ