ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

নেত্রকোণা হানাদারমুক্ত দিবস পালিত 

প্রকাশনার সময়: ০৯ ডিসেম্বর ২০২৩, ১৮:৪৫

জেলা প্রশাসক ও জেলা মুক্তিযোদ্ধা সংসদ এর আয়োজনে নেত্রকোণায় ঐতিহাসিক হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার সকালে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে ‘ভাস্কর্য প্রজন্ম শপথ’ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

পুস্পস্তবক অর্পণ করেন, সংরক্ষিত আসনের সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী, জেলা প্রশাসক শাহেদ পারভেজ, পুলিশ সুপার ফয়েজ আহমেদ, জেলা পরিষদ চেয়ারম্যান অসিত কুমার সরকার সজল, নেত্রকোণা পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন সরকারি, বেসরকারি, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

পুষ্পস্তবক অর্পণ শেষে জেলা পাবলিক হলে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

নয়াশতাব্দী/জেডএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ