পদ্মা সেতুতে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একটি বাসের চালকের সহকারীসহ অন্তত দুইজন গুরুতর আহত হয়েছেন।
শনিবার (০৯ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে মুন্সীগঞ্জের মাওয়া অংশে পদ্মা সেতুতে ১৪ ও ১৫ নম্বর পিলারের মাঝামাঝি স্থানে এই ঘটনা ঘটে।
পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসাইন সাংবাদিদের বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, পদ্মা সেতুতে কাজ চলমান থাকায় ওয়ানওয়ে লেনে যানবাহন চলাচল করছিল। বিকালে ‘গোল্ডেন লাইন’ নামের একটি বাস সেতু হয়ে মাওয়া থেকে শরীয়তপুরের দিকে যাচ্ছিল। যাত্রীবাহী বাসটি সেতুর ১৪ নম্বর পিলারের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী ‘মেঘলা পরিবহনের’ বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি বাসেরই সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনায় গোল্ডেন লাইন পরিবহনের চালকের সহকারী ও একজন যাত্রী আহত হন। আহতদের অ্যাম্বুলেন্সে করে শরীয়তপুরের নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়েছে।
পদ্মা সেতু উত্তর থানার ওসি মো. আলমগীর হোসাইন জানান, দুর্ঘটনার পর খবর পেয়ে বাস দুটি র্যাকারের মাধ্যমে সরিয়ে নেওয়া হয়েছে। আহত যাত্রীদের শরীয়তপুরে নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়েছে। গোল্ডেন লাইন পরিবহনের বাসটি পদ্মা সেতু উত্তর থানায় রয়েছে। সেতুতে এখন যান চলাচল স্বাভাবিক।
নয়া শতাব্দী/এমবি
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ