লালমনিরহাট জেলার হাতীবান্ধায় বিয়ের দাবিতে প্রেমিকার বাড়িতে দুলু মিয়া (২০) নামে এক প্রেমিক আত্মহত্যা করেছেন।
জানা গেছে, শনিবার (৯ ডিসেম্বর) সকালে এমন ঘটনাটি ঘটেছে ওই উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের উত্তর ধুবনী গ্রামের হাজীর মোড় গ্রামে। আব্দুল আজিজের পুত্র দুলু মিয়া (২০) সাথে প্রতিবেশী এক মেয়ের প্রেমের সম্পর্ক হয়। উভয়ে বিয়ের সিদ্ধান্ত নেয়। বাদসাধে প্রেমিকার পরিবার। এতে প্রেমিক দুলু মিয়া শুক্রবার মধ্যরাতে বিয়ের দাবিতে তার প্রেমিকার বাড়িতে গিয়ে অনশন শুরু করে। এ সময় বাড়িতে প্রেমিকা ছিল না। ঘটনাস্থলে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করলে তাকে উদ্ধার করে হাতীবান্ধা থানা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্বজনরা। তার অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তার মৃত্যু হয়।
হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহা আলম জানান, ঘটনাটি দুঃখজনক ও মর্মান্তিক। আইন অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
নয়াশতাব্দী/জেডএম
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ