ঠাকুরগাঁওয়ে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অবৈধভাবে কেন্দ্রে ডিজিটাল ব্লুটুথ ডিভাইস ব্যবহারের সময় ৭ জন পরীক্ষার্থীকে আটক করা হয়েছে।
শুক্রবার (৮ ডিসেম্বর) সকাল ১০ টাকায় জেলায় ৩৪টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ সময় পরীক্ষা চলাকালে অবৈধ্ভাবে ব্লুটুথ ডিভাইস ব্যবহারের সময় কেন্দ্রে দায়িত্বরত কর্মকর্তারা তাদের আটক করেন।
সদর উপজেলার কচুবাড়ী উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে ২ জন, পুলিশ লাইন হাইস্কুল অ্যান্ড কলেজে ১, কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ১, রোড ডিগ্রি কলেজে ৩ ও ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১ জন, মোট ৭ জনকে আটক করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- ১। শ্রী টঙ্কুনাথ বর্মন (৩২), পিতা পঞ্চানন চন্দ্র, সাং- বাজে বকসা , থানা- রানীশংকৈল, ঠাকুরগাঁওকে পুলিশ লাইন্স স্কুল কেন্দ্র হতে, ২। মো. সোহানুর রহমান (২৮), পিতা - মো. হুমায়ুন কবির, সাং - আলসিয়া, থানা- রানীশংকৈলকে ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র হতে, ৩। মো. উমর ফারুক (২৯), পিতা- মো. আলিম উদ্দিন, সাং - পাটুয়াপাড়া, থানা – পীরগঞ্জকে ঠাকুরগাঁও কালেক্টরেট স্কুল কেন্দ্র হতে, ৪। মো. আনোয়ার খালেদ (২৮), পিতা - মো. জামান আলী, সাং - আলোক সিপি , থানা - বালিয়াডাঙ্গীকে ঠাকুরগাঁও সরকারি কলেজ কেন্দ্র হতে থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে ১৯৮০ সালের পাবলিক পরীক্ষা আইনে ঠাকুরগাঁও সদর থানায় মামলা রুজু করা হয়।
বিষয়টি সন্ধ্যায় নিশ্চিত করেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার মনছুর রহমান। তিনি জানান, পরীক্ষা চলাকালীন সময়ে পরীক্ষায় অশংগ্রহণকারীদের তল্লাশী করে ৭ জনের কাছ থেকে ডিজিটাল ডিভাইস উদ্ধার করেন কেন্দ্র কর্মরত কর্মকর্তারা। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয় এবং তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ