ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬

লালমনিরহাটে ট্রেনের সামনে ঝাঁপ দিলেন অন্তঃসত্ত্বা নারী

প্রকাশনার সময়: ০৭ ডিসেম্বর ২০২৩, ২১:০৪

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় স্বামীর সঙ্গে অভিমান করে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আমেনা খাতুন (২৩) নামে এক অন্তঃসত্ত্বা নারী আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দুপুরে বুড়িমারী রেলপথের উপজেলার বড়খাতা মাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আমেনা খাতুন উপজেলার গড্ডিমারী ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার নুরুল ইসলামের মেয়ে এবং একই উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের ডাকালী বান্দা এলাকার রোকন উদ্দিনের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুড়িমারী থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী একটি ঘটনাস্থলে পৌঁছালে ট্রেনের সামনে ঝাঁপিয়ে পড়ে আমো। খবর পেয়ে হাতীবান্ধা ফায়ার সার্ভিসের একটি দল গিয়ে তার মরদেহ উদ্ধার করে।

স্থানীয়রা জানান, পারিবারিক কলহে স্বামীর সঙ্গে অভিমান করে ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

হাতীবান্ধা ফায়ার সার্ভিসের ইনচার্জ মনির হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধারের পর রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

হাতীবান্ধা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

নয়াশতাব্দী/জেডএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ