ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১, ১০ রজব ১৪৪৬

সবজি চাষে এগিয়ে সদরপুরের শৌলডুবী

প্রকাশনার সময়: ০৬ ডিসেম্বর ২০২৩, ১৫:৪৪

বৃহত্তর ফরিদপুরের মধ্যে বিভিন্ন প্রকার সবজি উৎপাদনে এগিয়ে রয়েছে জেলার সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের শৌলডুবী এলাকা। এখানে প্রতিদিন সকালে স্থানীয় বাজারগুলোতে বিভিন্ন প্রকার সবজি পাইকারি ও খুচরা দামে বিক্রি করা হয়। ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার ব্যবসায়ীরা প্রতিদিন মজুমদার বাজারসহ স্থানীয় বাজার থেকে সবজি ক্রয় করে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পাইকারি দামে বিক্রি করে থাকেন।

এই এলাকার মাটি সবজি চাষের উপযোগী হওয়ায় স্থানীয় চাষিরা প্রতি বছর বেগুন, সিম, বরবটি, পেঁয়াজ-মরিচ, ঝিঙা, টমেটো, চিচিংঙ্গা, মিষ্টি কুমড়া, লাউ, ধুন্দুল, কাঁচকলা, শসা, মূলা, পাতাকপি, ফুলকপি, লালশাক, পালংশাক, ধনিয়াপাতাসহ বিভিন্ন প্রকার শাক-সবজি উৎপাদনে সাফল্য দেখিয়ে আসছে।

সবজি চাষি ওবায়দুর রহমান জানান, বর্তমানে পদ্মা সেতু চালু হওয়ার কারণে স্বল্প সময়ে এখান থেকে বিভিন্ন প্রকার শাক-সবজি দেশের বৃহত্তম আড়ৎ ঢাকার কাওরান বাজার, শ্যাম বাজারসহ বিভিন্ন স্থানে পৌঁছে যাচ্ছে। পদ্মা সেতুতে রেল সংযোগ চালু হওয়ায় আগের তুলনায় আরও বেশি দামে সবজি বিক্রি করতে পারছি।

চাষি আবুল সত্তার খানের সাথে কথা হলে তিনি জানান, আমি এ বছর ১৫ শতাংশ জমিতে সিম চাষ করেছি। আবহাওয়া অনুকূলে থাকায় ফলন ভাল হয়েছে। বাজারে ভাল দাম পেলে লাভবান হবো।

স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলাম নূরু বলেন, সরকার যদি কৃষকদের প্রণোদনার মাধ্যমে আর্থিক সহযোগিতা করে তবে তারা অনেক উপকৃত হবে।

সদরপুর উপজেলা কৃষি কর্মকর্তা নিটুল রায় জানান, এবার শীত মৌসুমে ৭২৫ হেক্টর জমিতে আমরা সবজি চাষের লক্ষ্যমাত্রা অর্জন করেছি। আমরা চাষিদের বিভিন্ন পরামর্শ প্রদান করছি এবং সরকারি বিভিন্ন সাহায্য সহযোগিতা করছি।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ