ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬

সিংগাইরে অগ্নিকাণ্ডে গবাদি পশুসহ বসতবাড়ি ভস্মীভূত

প্রকাশনার সময়: ০৫ ডিসেম্বর ২০২৩, ১৭:৩৮

মানিকগঞ্জের সিংগাইরে গভীর রাতে অগ্নিকাণ্ডে মোন্নাফ মাদবরের বসতবাড়ি পুড়ে গেছে। এ সময় ২টি গরু, ঘরের আসবাব ও ২টি খড়ের স্তূপ পুড়ে গেছে। এতে প্রায় ৮ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

সোমবার (৪ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার চান্দহর ইউনিয়নের মাধবপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী মোন্নাফ মাদবর জানান, হঠাৎ রাত সাড়ে ১২টার দিকে গবাদি পশুর ঘর থেকে আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পরে। আমাদের ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। ততক্ষণে আমার ২টি গরু, থাকার ঘর, আসবাবপত্র, ২টি খড়ের স্তূপ পুড়ে যায়। খবর পেয়ে উপজেলা ফায়ার সার্ভিস টিম এসে সম্পূর্ণ আগুন নিয়ন্ত্রণে আনে।

উপজেলা ফায়ার স্টেশনের ইনচার্জ ইসতিয়াক আহাম্মেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, আগুনে প্রায় ৮ লক্ষাধিক টাকার মালামাল ক্ষতি হয়েছে। বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে জানান তিনি।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ