ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬

ঝিনাইদহে অস্ত্রসহ যুবক আটক

প্রকাশনার সময়: ০৫ ডিসেম্বর ২০২৩, ১৭:২৫

ঝিনাইদহে দেশীয় অস্ত্রসহ ইয়াছির আরাফাত (২১) নামের এক যুবককে আটক করেছে পুলিশ ।

সোমবার (৪ ডিসেম্বর) রাতে শহরের ক্যাসেল ব্রিজ এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক ইয়াছির আরাফাত সদর উপজেলার খাজুরা গ্রামের আবুল কাশেমের ছেলে।

ঝিনাইদহ সদর থানার ওসি শাহীন উদ্দিন জানান, ঝিনাইদহ শহরের ক্যাসেল ব্রিজ এলাকায় সেভেন গিয়ারসহ এক যুবক অবস্থান করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ইয়াছির নামের এক যুবককে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে প্যান্টের পকেটে একটি সেভেন গিয়ার পাওয়া যায়। তার স্বীকারোক্তি মোতাবেক পরে তার গ্রামের বাড়ি সদরের খাজুরা থেকে একটি ট্যাটা, একটি অত্যাধুনিক চাইনিজ কুড়াল উদ্ধার করে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করে ওই যুবককে আদালতে প্রেরণ করা হয়েছে।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ