কুষ্টিয়ার মিরপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মনির হোসেন (৫০) নামে একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৫ জন।
সোমবার (৪ ডিসেম্বর) রাত ৮টার দিকে উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের হালশা গ্রামে এ হামলার ঘটনা ঘটে।
নিহত মনির হোসেন একই গ্রামের আব্দুর রহিমের ছেলে।
নিহত মনিরের ছেলে আব্দুল্লাহ জানান, প্রতিপক্ষ আমিরুলের কাছে কাঠের দরজা-জানালা বানাতে দেয় আমার বাবা। এ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে মৃত আমদ আলীর ছেলে আমিরুল, নাজমুল, এনামুল, মিনা, নজুসহ ৬-৭ জন আমার বাবাকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করে।
নিহত মনিরের ভাই আব্দুল গনি জানান, মৃত আমদ আলীর ছেলেরা লাঠিসোঁটা নিয়ে মনিরের উপর হামলা চালিয়ে তাকে হত্যা করে। এসময় বাধা দিতে গিয়ে তার ছেলে আব্দুল্লাহসহ ৫ জন আহত হয়।
মিরপুর থানার ওসি রফিকুল ইসলাম জানান, নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
নয়া শতাব্দী/এসএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ