প্রতীক বরাদ্দের আগেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্টার শেয়ার করে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন নড়াইল-১ আসনের জাতীয় পার্টির প্রার্থী মিল্টন মোল্লা।
ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনের বাকি এখনও এক মাসের বেশি। ইতোমধ্যে সম্পন্ন হয়েছে প্রার্থীদের যাচাই-বাছাই। ১৮ ডিসেম্বর প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ হবে। এরপর শুরু হবে প্রার্থীদের নির্বাচনী প্রচার-প্রচারণা।
তবে নড়াইল-১ আসনে দেখা গেছে তার ভিন্ন চিত্র। প্রতীক বরাদ্দের আগেই ফেসবুকে নির্বাচনের পোস্টার শেয়ার করে প্রচারণা চালাচ্ছেন এই আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মো. মিল্টন মোল্যা।
দেখা গেছে, ফেসবুকে Mohammed Milton Molla নামে তার নিজ আইডিতে গত কয়েকদিন ধরে পোস্ট ও গতকাল একই আইডির ডে অপশনে একটি সাদাকালো পোস্টার শেয়ার করেছেন। যেখানে ওপরের দিকে রয়েছে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের ছবি এবং নিচের অংশে বড় করে জাতীয় পার্টি থেকে নড়াইল-১ আসনে মনোনীত প্রার্থী মো. মিল্টন মোল্যার ছবি।
পোস্টারে লেখা রয়েছে, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ তে ৯৩ নড়াইল-১ আসন নির্বাচনী এলাকায় জাতীয় পার্টির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী তারুণ্যের অহংকার নড়াইলবাসীর প্রিয় মুখ মো. মিল্টন মোল্যাকে লাঙ্গল মার্কায় ভোট দিয়ে নড়াইল-১ নির্বাচনী এলাকার উন্নয়ন করার সুযোগ দিন।
এদিকে, ফেসবুকে পোস্ট করার বিষয়টি অকপটে স্বীকার করে মো. মিল্টন মোল্যা বলেন, আমি তো নির্বাচনী এলাকায় পোস্টার লাগায়নি। লাঙ্গল প্রতীকের পোস্টতো যে কোনো সময় দেওয়া যায়। সারাবছরই প্রচারণা চালানো যায়। সেভাবেই ফেসবুকে প্রচারণা চালাচ্ছি।
এ ব্যাপারে নড়াইল-১ আসনে সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রুনু সাহা বলেন, নির্বাচনী আচরণবিধি যে ভঙ্গ করবে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী বলেন, আমরা তদন্ত করে দেখব নির্বাচনী আইনের নিয়মের ব্যত্যয় ঘটিয়ে বা নির্বাচনী আইন লঙ্ঘন করে প্রচার প্রচারণা করলে শাস্তি পেতে হবে।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ