ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

বগুড়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

প্রকাশনার সময়: ০৫ ডিসেম্বর ২০২৩, ১৫:৩২ | আপডেট: ০৫ ডিসেম্বর ২০২৩, ১৫:৩৫

বগুড়ার সান্তাহার জংশনে ট্রেনে কাটা পড়ে ৬০ বছর বয়সী অজ্ঞাত এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

সোমবার (৪ ডিসেম্বর) সন্ধ্যার দিকে এক প্লাটফর্ম থেকে আরেক প্লাটফর্মে পার হতে গিয়ে ওই বৃদ্ধা কাটা পড়ে।

জানা যায়, সোমবার সান্তাহার জংশন স্টেশনের ৪নম্বর প্লাটফর্মে বোনারপাড়া অভিমুখী কমিউটার লোকাল ট্রেন দাঁড়িয়ে ছিল। আর ওই বৃদ্ধা দাঁড়িয়ে ছিলেন ৫নম্বর প্লাটফর্মে। হঠাৎ তিনি দাঁড়িয়ে থাকা ট্রেনের নিচ দিয়ে ৪ নম্বর প্লাটফর্মের দিকে আসার চেষ্টা করেন। এমন সময় ট্রেনটি ছেড়ে দিলে ওই বৃদ্ধা ট্রেনে কাটা পড়েন। ফায়ার সার্ভিসের লোকজনকে উদ্ধারের জন্য খবর দিলে তারা এসে মৃত দেখতে পায়।

রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোক্তার হোসেন জানান, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পুলিশ যাওয়ার সাত থেকে আট মিনিটের মধ্যে সে মারা যায়। তার একটি পা ও একটি হাত কেটে গেছে, তাই অতিরিক্ত রক্ত ক্ষরণের কারণে ওই বৃদ্ধার মৃত্যু হয়।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ