শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

‘১৫ বছর ধরে জনগণের সেবা করার সুযোগ পেয়েছি’

প্রকাশনার সময়: ০৪ ডিসেম্বর ২০২৩, ২২:৪৮ | আপডেট: ০৪ ডিসেম্বর ২০২৩, ২৩:০২
ছবি- সংগৃহীত

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, সবকিছু ঠিকঠাক আছে। গত ১৫ বছর ধরে এলাকার জনগণের সেবা করার সুযোগ পেয়েছি। যেহেতু আমার আসনে অনেক প্রার্থী আছে, আশা করি ভালো ও অংশগ্রহণমূলক নির্বাচন হবে।

সোমবার (০৪ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মনোনয়নপত্র বাছাই শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। চাঁদপুর-৩ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী দীপু মনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্যদিয়ে জনগণ আবারও আমাকে সেবা করার সুযোগ দিবেন এটিই আমার প্রত্যাশা। সবচেয়ে বড় বিষয় একটি ভালো নির্বাচন হবে।

এদিকে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের ৫টি আসন থেকে ৪৩ জন প্রার্থী মনোনয়ন ফরম দাখিল করেন। সোমবার (০৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে মনোনয়নপত্র বাছাই কার্যক্রম শুরু হয়। মনোনয়নপত্র বাছাই ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কামরুল হাসান।

নয়া শতাব্দী/এমবি

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ