ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

ব্যারিস্টার সুমনের মনোনয়ন বৈধ 

প্রকাশনার সময়: ০৪ ডিসেম্বর ২০২৩, ২১:৪৯
ছবি- সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

সোমবার (০৪ ডিসেম্বর) বিকালে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক দেবী চন্দ প্রার্থিতা যাচাই-বাছাই শেষে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।

এদিন জেলার ৪টি আসনে দাখিলকৃত ৪০ জন প্রার্থীর মধ্যে ৪ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেন জেলা রিটার্নিং কর্মকর্তা। এর ফলে ৩৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

মনোনয়নপত্র বাতিল হওয়া ব্যক্তিরা হলেন- হবিগঞ্জ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার মোস্তাক আহমেদ, হবিগঞ্জ-৩ আসনের জাতীয় কংগ্রেসের দলীয় কাগজপত্র না থাকায় সায়মা বেগম ও স্বতন্ত্র প্রার্থী আশরাফ উদ্দিন এবং হবিগঞ্জ-৪ আসনের সাংবাদিক জামাল হোসেন।

এছাড়া মনোনয়নপত্র বৈধ হওয়া ব্যক্তিরা হলেন-

হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ডা. মুশফিক হোসেন চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি কেয়া চৌধুরী, জাতীয় পার্টির দলীয় প্রার্থী সাবেক এমপি আব্দুল মুনিম চৌধুরী বাবু, কেন্দ্রীয় যুবলীগের সদস্য স্বতন্ত্র প্রার্থী গাজী মোহাম্মদ শাহেদ, ইসলামী ঐক্যজোটের মোস্তাক আহমেদ ফারকানী, কৃষক শ্রমিক জনতা লীগের মো. নুরুল হক, জাকের পার্টির ইয়াসমিন আক্তার মুন্নী, ইসলামি ফ্রন্ট বাংলাদেশর মো. মনিরুল ইসলাম চৌধুরী।

হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী ময়েজ উদ্দিন রুয়েল, স্বতন্ত্র প্রার্থী বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মজিদ খান, জাতীয় পার্টির দলীয় প্রার্থী শংকর পাল, কৃষক শ্রমিক জনতা লীগের মনমোহন দেবনাথ, ইসলামী ঐক্যজোটের শেখ হিফজুর রহমান, তৃণমূল বিএনপির খাইরুল আলম, বিএনএম’র এসএ এম সোহাগ, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মোহাম্মদ আব্দুল হামিদ, তৃণমূল বিএনপির মোহাম্মদ সাদিকুর মিয়া তালুকদার, বাংলাদেশ কংগ্রেসের মো. জিয়াউর রশিদ।

হবিগঞ্জ-৩ (সদর-লাখাই ও শায়েস্তগঞ্জ) আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী বর্তমান সংসদ সদস্য মো. আবু জাহির, জাতীয় পার্টির দলীয় প্রার্থী এম এ মুমিন চৌধুরী বুলবুল, বিএনএম’র মো. বদরুল আলম সিদ্দিকী, বাংলাদেশ তরিকত ফেডারেশনের মো. আদম আলী, ন্যাশনাল পিপলস পার্টির মো. আব্দুল কাদির, জাকের পার্টির আনসারুল হক, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মো. আবদুল ওয়াহেদ, বাংলাদেশ কংগ্রেসের মো. নোমান হাসান, মুক্তিজোটের (জেডিপি) মো. শাহিনুর রহমান।

হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে আওয়ামী লীগ মনোনীত দলীয় প্রার্থী বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, স্বতন্ত্র প্রার্থী কেন্দ্রীয় যুবলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন, জাতীয় পার্টির দলীয় প্রার্থী আহাদ উদ্দিন চৌধুরী, বাংলাদেশ কংগ্রেসের মো. আল আমিন, ইসলামি ঐক্যজোট বাংলাদেশের আবু ছালেহ, বিএনএম’র মো. মুখলেচুর রহমান, জাকের পার্টির সৈয়দ আবুল খায়ের, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মো. আব্দুল মুমিন, বাংলাদেশ সাংস্কৃতিক ঐক্যজোটের মো. রাশেদুল ইসলাম খোকন।

প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে আগামী ১৮ ডিসেম্বর।

নয়া শতাব্দী/এমবি

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ