ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬

জ্ঞানের আলো ছড়াচ্ছেন আব্দুল মজিদ

প্রকাশনার সময়: ০৪ ডিসেম্বর ২০২৩, ১৯:৫১

নতুন একটি বইয়ের মধ্যে ডুব দিলেই নতুন এক জগতের দুয়ার খুলে যাবে। প্রতিটি বইয়ে থাকে হাজারো তথ্য। বই পড়লে মস্তিষ্ক উদ্দীপনা হয় যা এক ধরনের ব্যায়ামও বটে। শরীরের অন্যান্য অংশের মতো মস্তিষ্কেরও ব্যায়ামের প্রয়োজন। তাই বই পড়তে উৎসাহিত করতে দিনাজপুরে ব্যতিক্রমী আয়োজন করছেন মেসার্স পৃথিবী বুক স্টলের স্বত্বাধিকারী মো. আব্দুল মজিদ।

সোমবার (৪ ডিসেম্বর) বই পড়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ১৩টি উপজেলার বিভিন্ন কলেজ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকসহ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা, ছাত্র/ছাত্রী, অভিভাবক বৃন্দ।

১৯৯২ সাল থেকে দিনাজপুর রেলওয়ে স্টেশন এর পূর্ব গেটের বাম পাশে অবস্থিত এ বুক স্টলটি। এখানে বিভিন্ন প্রকার ধর্মীয় বই, স্কুল কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রীদের জ্ঞান ভিত্তিক বই, কারিগরি, কম্পিউটার, স্পোকেন ইংলিশ, শিক্ষা বই সাহিত্য, উপন্যাস, জাতীয় বিভিন্ন দৈনিক ও স্থানীয় বিভিন্ন পত্রিকা ৩১ বছর ধরে বিক্রয় করে জ্ঞানের আলো ছড়িয়ে যাচ্ছেন মেসার্স পৃথিবী বুক স্টলের স্বত্বাধিকারী আব্দুল মজিদ।

সারা বাংলাদেশের সংবাদপত্র মালিক, সংশ্লিষ্ট কর্মকর্তাগণ, বই প্রতিষ্ঠান প্রকাশক, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র/ছাত্রীদের মাঝে সুপরিচিত নাম মেসার্স পৃথিবী বুক স্টল নামীয় বইয়ের প্রতিষ্ঠানটি।

আব্দুল মজিদ বলেন, পাঠকদের চাহিদা অনুযায়ী জ্ঞান পিপাসুদের দেশ এবং বিদেশের জ্ঞান ভিত্তিক বইসহ নানান বই, নয়ন ট্রেড ইন্টারন্যাশনাল এর মাধ্যমে বিভিন্ন দেশের কলেজে অধ্যায়নরত দেশে বিভিন্ন কলেজ, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, জ্ঞান ভিত্তিক সুশিক্ষার বিকাশ ঘটে সেই লক্ষ্যেই আমাদের এই আজকের আয়োজন। যাতে জ্ঞানের আলো থেকে কনো শিক্ষার্থী বঞ্চিত না হয়।

হাজী মো. দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) প্রফেসর মো. হুদা বলেন, এক সময় স্কুল কলেজের ছাত্র ছাত্রীদের অভিভাবকদের অনেক কষ্ট করে জ্ঞানভিত্তিক বই সংগ্রহ করতে হতো। ১৯৯২ সাল থেকে পৃথিবী বুক স্টল নামীয় প্রতিষ্ঠানের মাধ্যমে সহজেই বই সংগ্রহ করা সম্ভব হয়।

আলফা এইচ এন লিমিটেড কোম্পানির পরিচালক এস. এন আকাশ বলেন, শিক্ষক নিয়োগ গাইড, বিসিএস ক্যাডার বই, বিসিএস ভাইভা, জব সলিউশন, সাধারণ জ্ঞান ক্যাপসুল বই অনেক কষ্টে খোঁজাখুঁজির পর জানতে পারলাম এই বুক স্টলে এসব বই পাওয়া যায়। সেখানে গিয়ে সংগ্রহ করতে পারলাম। চাকরির পত্রিকার জন্য এই বুক স্টলে ভিড় জমান ছাত্র-ছাত্রীরা।

উপজেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক রাজেদুর রহমান রাজু বলেন, আমি ২নং সুন্দরবন ইউনিয়নের দুটি স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি, এই স্কুলের ছাত্র-ছাত্রীরা খুব সহজেই এ বুক স্টল থেকে বই সংগ্রহ করতে পারে। এতে আমি আনন্দিত। পাঠকদের আনন্দ দিতেই গতকাল শনিবার এই বুক স্টল খোলামেলা পরিবেশে সুলভ মূল্যে পাঠকদের হাতে বই তুলে দেয়।

এ সময় উপস্থিত ছিলেন- সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের সভাপতি জি. এম হিরু, সহ সাধারণ সম্পাদক আব্দুস সালাম, এন টি আই পলিটিক্স টিভির বার্তা সম্পাদক ইসমাইল হোসেন, দিনাজপুর প্রেস ক্লাবের সভাপতি নুরুল হুদা দুলালসহ ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ