ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

স্বামীর নির্যাতনে গায়ে আগুন দিয়ে গৃহবধূর আত্মহত্যা

প্রকাশনার সময়: ০৪ ডিসেম্বর ২০২৩, ১৬:০৩

পটুয়াখালীর বাউফলের স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে রুমা বেগম (৩০) নামের এক গৃহবধূ গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেছেন।

সোমবার (৪ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার বগা ইউনিয়নের দাউরাভাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রুমা বেগম একই এলাকার বেল্লাল খানের (৩৩) স্ত্রী।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, একই উপজেলার মদনপুর ইউনিয়নের দিপাশা গ্রামের ফজলুর রহমানের মেয়ে রুমা বেগমের সাথে ১০ বছর আগে বগা ইউনিয়নের দাউরাভাঙ্গা গ্রামের আরমান খানের ছেলে বেল্লাল খানের বিয়ে হয়। তাদের সংসারে তিন ছেলে ও দুই মেয়ে রয়েছে। বেল্লাল খান একজন দিনমজুর। কোনরকম তাদের সংসার চলছিল। অভাবের সংসারে স্বামী-স্ত্রী প্রায় প্রতিদিন ঝগড়াঝাটি হতো। স্বামী স্ত্রীকে মারধর করতেন।

ঘটনার দিন সোমবার ঝগড়াঝাটির একপর্যায়ে স্বামী স্ত্রীকে মারধর করে। এরপর সকাল ১০টার দিকে স্ত্রী রুমা বেগম বাড়ি থেকে ২শ মিটার দূরে একটি ধান খেতে গিয়ে গায়ে কেরাসিন ঢেলে আগুন লাগিয়ে দেন। এ সময় তার শরীরের সত্তর ভাগ পুড়ে যায়। খবর পেয়ে বগা তদন্ত কেন্দ্রের পুলিশ মুমূর্ষু অবস্থা রুমা বেগমকে উদ্ধার করে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরে দুপুর সাড়ে ১২টার তিনি মারা যান। স্বামী বেল্লাল খানকে আটক করেছে পুলিশ।

বগা ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদ হাসান বলেন, শুনেছি বেল্লাল তার স্ত্রী রুমাকে প্রায়ই নির্যাতন করতেন। ঘটনার দিন তার স্ত্রীকে মারধর করে। এই রাগে-ক্ষোভে রুমা বাড়ির পাশে ধান খেতে গিয়ে গায়ে আগুন লাগিয়ে দেয়। বগা তদন্ত কেন্দ্রের পুলিশ ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বরিশাল পাঠানোর পথে তিনি মারা যান।

বগা পুলিশ তদন্ত কেন্দ্রে ইনচার্জ ইমতিয়াজ আহম্মেদ বলেন, খবর পেয়ে বগা তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে দগ্ধ রুমা বেগমকে উদ্ধার করে চিকিৎসার জন্য বরিশাল পাঠালে পথে তিনি মারা যান। বাউফল সার্কেলের সিনিয়র এএসপি সাদ্দাম হোসাইন ও বাউফল থানার ওসি আরিচুল হক ঘটনাস্থলে পৌঁছে তদন্ত কার্যক্রম চালাচ্ছেন। রুমার স্বামী বেল্লাল খানকে আটক করা হয়েছে।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ