ঢাকা, সোমবার, ৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬

বগুড়া-৩ আসনের ৭ স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল

প্রকাশনার সময়: ০৩ ডিসেম্বর ২০২৩, ২৩:০২

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়ার-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে সাতজন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ও একজনের মনোনয়নপত্র পেন্ডিং রাখা হয়েছে।

রোববার (৩ ডিসেম্বর) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষে এ ঘোষণা করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম।

মনোনয়ন বাতিল প্রার্থীরা হলেন- সাইফুল্লাহ আল মেহেদী বাঁধন, অজয় কুমার সরকার, এরশাদুল হক টুলু, জামিলুর রশিদ তালুকদার, ফেরদৌস স্বাধীন ফিরোজ ও ক্যাপ্টেন জাকারিয়া হোসেন ও আফজাল হোসেন। আর পেন্ডিং এ রাখা হয়েছে বাংলাদেশ সুপ্রিম পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য আফরিনা পারভীনকে।

তাদের মধ্যে কারো নির্বাচনী হলফনামায় দেওয়া ভোটারদের তথ্যের ত্রুটি এবং কারো ক্রেডিট কার্ড সংক্রান্ত ঋণ খেলাপির কারণে মনোনয়নপত্র বাতিল হয়ে যায়।

বগুড়া-৩ আসনে মোট ১৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিল। এর মধ্যে ৮ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. সাইফুল ইসলাম বলেন, প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৭ জনের মনোনয়ন বাতিল করা হয় ও একজনকে পেন্ডিং রাখা হয়েছে। তারা চাইলে নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ