নেত্রকোনার পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিজারিয়ান অপারেশন থিয়েটার (ওটি) চালু করা হয়েছে।
রোববার (৩ ডিসেম্বর) দুপুরে মাহবুবা নামের এক প্রসূতির অপারেশনের মাধ্যমে সিজারিয়ান অপারেশন সেবা চালু করা হয়।
অপারেশনের পরে মা ও নবজাতক উভয়েই সুস্থ আছেন। জুনিয়র কনসালটেন্ট (গাইনি অ্যান্ড অবস) ডা. চৌধুরী ফাইজা বিনতে হোসেন গৃহবধূ মাহবুবার সিজার সম্পন্ন করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আবু হাসান (শাহীন)'র সার্বিক তত্ত্বাবধানে কমপ্লেক্সের সিজারিয়ান অপারেশন থিয়েটার (ওটির) উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. খবিরুল ইসলাম।
এ সময় আবাসিক মেডিকেল অফিসার ডা. ধ্রুব সাহা রায়, এ্যানেসথেসিয়া ও জুনিয়র কনসালটেন্ট ডা. আফসানা হোসেন শাওন, মেডিকেল অফিসার ডা. জান্নাতুল ফেরদৌস ও কর্তব্যরত নার্সরা উপস্থিত ছিলেন।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ