ঢাকা, বৃহস্পতিবার, ২ জানুয়ারি ২০২৫, ১৮ পৌষ ১৪৩১, ১ রজব ১৪৪৬

বান্দরবানে ৩ জনের মনোনয়ন বৈধ

প্রকাশনার সময়: ০৩ ডিসেম্বর ২০২৩, ১৭:০৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান ৩০০ আসনের প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাইয়ে ৩ জনেরই প্রার্থীতা বৈধতা ঘোষণা করা হয়েছে।

রোববার (৩ নভেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন জেলা রির্টানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন।

বৈধ প্রার্থীরা হলেন- আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ৬ বারের সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং , জাতীয় পার্টির প্রার্থী এ.টি.এম শহীদুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী মংঙোয়ে প্রু।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক উম্মে কুলছুম,অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী, জেলা র্নিবাচন অফিসার এস এম শাহাদাৎ হোসেনসহ নির্বাচনে অংশ নেয়া একজন প্রার্থী ও ২ জন প্রার্থীর প্রতিনিধি, সাংবাদিক ও সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তারা।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ