ঢাকা, সোমবার, ৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬

নালিতাবাড়ীতে ভারতীয় মদসহ মাদক কারবারি গ্রেফতার

প্রকাশনার সময়: ০২ ডিসেম্বর ২০২৩, ২০:৪৫ | আপডেট: ০২ ডিসেম্বর ২০২৩, ২০:৪৭

শেরপুরের নালিতাবাড়ীতে অর্ধ লক্ষাধিক টাকার আমদানি নিষিদ্ধ ভারতীয় ৯৫ বোতল মদ পাঁচারকালে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার দিবাগত গভীর রাতে উপজেলার সীমান্তবর্তী পশ্চিম সমশ্চুড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে র‌্যাব।

গ্রেফতার শংকর কোচ (২৮) ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া গ্রামের শগেন্দ্র কোচের ছেলে।

র‌্যাবের তথ্যমতে, গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. আবরার ফয়সাল সাদী’র নেতৃত্বে র‌্যাবের একটি দল অভিযান চালিয়ে পশ্চিম সমশ্চুড়া এলাকা থেকে প্রায় অর্ধ লক্ষাধিক টাকার আমদানি নিষিদ্ধ ম্যাকডুয়েলস নাম্বার ওয়ান ব্র্যান্ডের ৯৫ বোতল ভারতীয় মদ সহ তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব আরও জানায়, শংকর কোচ একজন মাদক কারবারি চক্রের সদস্য। সে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জায়গায় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছে।

এ ব্যাপারে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের পর নালিতাবাড়ী থানায় হস্থান্তর করা হয়।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ