ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬

চিলমারীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

প্রকাশনার সময়: ০২ ডিসেম্বর ২০২৩, ১৮:৫৫

কুড়িগ্রামের চিলমারীতে বিদ্যুৎস্পৃষ্টে আশরাফুল ইসলাম (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (২ ডিসেম্বর) দুপুরে উপজেলার কিসামত বানু নালার পাড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আশরাফুল ইসলাম উপজেলার কিসামত বানু এলাকার মৃত আম্বিয়া বেগমের ছেলে। ছোট বেলা থেকে তিনি নানার বাড়িতে থাকতেন।

স্থানীয় ইউপি সদস্য সাইয়েদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, শনিবার দুপুরে আশরাফুল নিজ ঘরের সিলিং ফ্যানে বৈদ্যুতিক সংযোগ দেয়ার সময় বিদ্যুৎপৃষ্ট হন। পরে পরিবারের সদস্যরা তাকে গুরুতর আহত অবস্থায় চিলমারী হাসপাতালে নেয়। এ সময় ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ