ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১, ১০ রজব ১৪৪৬

মিরসরাইয়ে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশনার সময়: ০১ ডিসেম্বর ২০২৩, ১৯:০১ | আপডেট: ০১ ডিসেম্বর ২০২৩, ১৯:০৫

চট্টগ্রামের মিরসরাইয়ে পুকুরের পানিতে ডুবে মোহাম্মদ শামীম নামের তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১ ডিসেম্বর) দুপুরে উপজেলার ৮ নম্বর দুর্গপুর ইউনিয়নের জনার্দ্দনপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শামীম ওই গ্রামের মো. হাসানের ২ মেয়ে ১ ছেলের মধ্যে সবার ছোট।

পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে পুরুষরা সবাই জুমার নামাজে জন্য ব্যস্ত ছিলেন। তার মা নাজমা আক্তার পারিবারিক কাজে ব্যস্ত ছিলেন। এমন সময় সবার অজান্তে কোনো এক সময় পুকুরের পানিতে ডুবে যায় শামীম। অনেকক্ষণ তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে বাড়ির সামনে পুকুরের পানিতে তাকে ভাসতে দেখা যায়। পরে তাকে উদ্ধার করে মস্তাননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে করে দুর্গাপুর ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য সধু জাউল হক বলেন, আমার ওয়ার্ডের জনার্দ্দনপুর গ্রামের হাসানের মেয়ে পুকুরের পানিতে ডুবে মারা গেছে। বিষয়টা খুব দুঃখজনক।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ