ঢাকা, শনিবার, ৪ জানুয়ারি ২০২৫, ২০ পৌষ ১৪৩১, ৩ রজব ১৪৪৬

নড়াইল-২ আসনে মাশরাফির প্রতিপক্ষ ৮ জন

প্রকাশনার সময়: ৩০ নভেম্বর ২০২৩, ২০:১৬

বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজার পক্ষে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন জমা দিয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বেলা সোয়া ১টায় জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরীর কাছে মনোনয়নপত্র জমা দেন জেলা আওয়ামী লীগ সভাপতি।

এ সময় মাশরাফির বাবা গোলাম মোর্ত্তজা স্বপনসহ জেলা, উপজেলা, তৃণমূল আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রমতে, নড়াইলের দুইটি আসনে মনোনয়ন জমা দিয়েছেন ১৬ জন। নড়াইল-১ (কালিয়া-নড়াইল সদর আংশিক) আসনে ৭ জন এবং নড়াইল-২ (লোহাগড়া-নড়াইল সদর আংশিক) মনোনয়ন সংগ্রহ করেছেন ৯ জন।

নড়াইল-১ এ মনোনয়ন সংগ্রহ করেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সংসদ সদস্য বি এম কবিরুল হক (মুক্তি), কবিরুল হকের স্ত্রী চন্দনা হক (স্বতন্ত্র), জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি মো. নজরুল ইসলাম, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মিল্টন মোল্ল্যা, জেলা জাতীয় পার্টির (জেপি) সভাপতি শামিম আরা পারভীন (ইয়াসমিন), সাবেক জগন্নাথ হল ছাত্রলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বর্তমান তৃণমূল বিএনপির শ্যামল চৌধুরী, সিকদার মো. শাহাদাত হোসেন (স্বতন্ত্র)অ

জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজার নড়াইল-২ আসনে (লোহাগড়া-নড়াইল সদরআংশিক) মনোনয়ন জমা দিয়েছেন ৯ জন।

তারা হলেন- মাশরাফি বিন মোর্ত্তজা, ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য শেখ হাফিজুর রহমান, গণফ্রন্ট কেন্দ্রীয় কমিটির আইন উপদেষ্টা লতিফুর রহমান, ইসলামী ঐক্যজোটের জেলা সভাপতি মো. মাহাবুবুর রহমান, নূর ইসলাম (স্বতন্ত্র), জাতীয় পার্টির জেলা সভাপতি অ্যাডভোকেট খন্দকার ফায়েকুজ্জামান ফিরোজ, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) জেলা সভাপতি মো. মনিরুল ইসলাম, লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ ফয়জুল আমির লিটু (স্বতন্ত্র), জাকের পার্টির কেন্দ্রীয় সদস্য মিজানুর রহমান।

এদিকে, মাশরাফির মনোনয়ন জমা দেয়ার পর জেলা আওয়ামী সভাপতি সুবাস চন্দ্র বোস সাংবাদিকদের বলেন, ‘স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আমাদের নেতাকর্মীরা আওয়ামী মনোনীত মাশরাফির মনোনয়ন জমা দিতে এসেছেন। আমরা তৃণমূলের নেতাকর্মীরা একত্রিত হয়ে বিপুল ভোটে নৌকাকে বিজয়ী করে প্রধানমন্ত্রীকে আসন ২টি উপহার দেব। দলীয় কোনো নেতাকর্মী প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের বাইরে অবস্থান করলে সাংগঠনিক প্রক্রিয়ায় অবস্থা গ্রহণ করব।’

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী বলেন, ‘স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন দলের প্রার্থীরা মনোনয়ন জমা দিয়েছেন। অবাধ সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে আমরা সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছি। জেলায় ৪ জন নির্বাহী ম্যাজিস্টেট নিয়োগ করা হয়েছে।’

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ