ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬

বিএনপির হরতাল-অবরোধ জনগণ প্রত্যাখ্যান করেছে : সমাজকল্যাণমন্ত্রী

প্রকাশনার সময়: ৩০ নভেম্বর ২০২৩, ১৯:১০

বিএনপির হরতাল-অবরোধ জনগণ প্রত্যাখ্যান করেছে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ। তিনি বলেন, রাজনৈতিক যে নৈতিকতা তা বিএনপির আছে কিনা এদেশের মানুষ বিশ্বাস করে না। আদিতমারী-কালীগঞ্জ ব্যাপক উন্নয়ন কাজ করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার। উন্নয়ন অব্যাহত রাখতে ফের নৌকায় ভোট দিয়ে তাকে জয়যুক্ত করবেন বলে আশা ব্যক্ত করেন তিনি।

বৃহস্পতিবার দুপুরে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জহির ইমাম কাছে নিজের মনোনয়নপত্র জমাদানকালে এসব কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবারের নির্বাচনে নৌকায় ভোট দিতে হবে।

এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজু, কালিগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি রেফাজ রাঙ্গা উপজেলা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলামসহ আদিতমারী কালীগঞ্জের আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নয়াশতাব্দী/জেডএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ