দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৪ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী পিএসসি’র সাবেক চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সুনামগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল হুদা মুকুট ও সাধারণ সম্পাদক নোমান বখত পলিনসহ অন্যান্য নেতৃবৃন্দরা।
মনোনয়নপত্র জমা শেষে ড. মোহাম্মদ সাদিক বলেন, আমি গ্রামের ছেলে, গ্রামের মানুষ। বহুকাল পরে শেখ হাসিনা সুনামগঞ্জের সুখ-দুঃখের কথা ভেবে সুনামগঞ্জ-৪ আসনে নৌকা প্রতীক বরাদ্দ করেছেন। নৌকা আমার কোনো প্রতীক নয়, নৌকা বঙ্গবন্ধুর প্রতীক। এজন্য আমি সবাইকে আগামী ৭ জানুয়ারি নৌকা প্রতীকে ভোট দেওয়ার অনুরোধ জানাচ্ছি।
নয়া শতাব্দী/এসএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ