কুড়িগ্রামের সিনিয়র সাংবাদিক দৈনিক নয়া শতাব্দী পত্রিকার জেলা প্রতিনিধি ও কুড়িগ্রাম প্রেসক্লাবের দফতর সম্পাদক গোলাম মাসুদ আর নেই।
বুধবার (২৯ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার(৩০ নভেম্বর) দুপুর ১২ টায় কুড়িগ্রাম প্রেসক্লাব চত্বরে তার মরদেহে শ্রদ্ধা জানানো শেষে বাদ জোহর কুড়িগ্রাম আলিয়া মাদরাসা মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে ঘোষপাড়াস্থ কেন্দ্রীয় কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর। তিনি স্ত্রী, এক কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
নয়া শতাব্দী/এসএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ