ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

মনোনয়নপত্র জমা দিলেন স্বতন্ত্র প্রার্থী মংঙোয়েপ্রু

প্রকাশনার সময়: ৩০ নভেম্বর ২০২৩, ১৪:০২

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পার্বত্য জেলা বান্দরবান সংসদীয় আসন ৩০০ নম্বরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে রিটানিং কর্মকর্তার কাছে মনোনয়ন ফরম জমা দিয়েছেন মংঙোয়েপ্রু।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল ১১টায় বান্দরবান জেলা রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিনের কাছে তিনি এ মনোনয়ন ফরম জমা দেন।

রিটানিং কর্মকর্তা মনোনয়ন ফরম বুঝে নেন এবং নির্বাচনী আচরণবিধি মেনে চলতে সকলের প্রতি অনুরোধ জানান।

এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব কুমার বিশ্বাস, জেলা নির্বাচন কর্মকর্তা এস এম শাহাদাত হোসেনসহ স্বতন্ত্র প্রার্থীর সমর্থক এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মংঙোয়েপ্রু পেশায় একজন ব্যবসায়ী। তিনি ১৯৭৪ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্নাসে ভর্তি হয়ে সর্বশেষ পরীক্ষায় অংশ নেননি। ১৯৮৫ সাল থেকে আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত। বর্তমানে বান্দরবান জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পদে রয়েছেন। তিনি বান্দরবানের রাজ পরিবারের সন্তান এবং বান্দরবানের ১৪তম রাজা মংশৈপ্রু চৌধুরীর জ্যেষ্ঠ সন্তান।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ