কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ঢুকে সৈয়দ আলম নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ই/৪ ব্লকে এ ঘটনা ঘটে।
নিহতের নাম সৈয়দ আলম। তিনি ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ই/৪ ব্লকের বাসিন্দা।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, সৈয়দ আলম নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। দুর্বৃত্তরা তার ঘরে ঢুকে গুলি করে পালিয়ে যায়। পরিবারের সদস্যরা তাকে আহত অবস্থায় ক্যাম্পের আইওএম হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, প্রাথমিক তথ্যমতে আধিপত্য বিস্তারের জেরে এ ঘটনা ঘটে। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন
নয়া শতাব্দী/এসএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ