আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম.এ. মান্নান।
তিনি বলেন, দেশের চলমান উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবং দেশকে উন্নয়নশীল দেশে রূপান্তরিত করতে আওয়ামী লীগ সরকারের কোনো বিকল্প নেই। আওয়ামী লীগ সরকার সবসময় দেশের মানুষ এবং দেশের উন্নয়নের চিন্তা করে।
বুধবার (২৯ নভেম্বর) বিকেলে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা নির্বাচন অফিসে মনোনয়নপত্র দাখিল শেষে মন্ত্রী এসব কথা বলেন।
পরিকল্পনামন্ত্রী বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে অত্যন্ত প্রতিযোগিতামূলক নির্বাচন। অনেক দল নির্বাচনে অংশগ্রহণ করছে। ইতিমধ্যে আওয়ামী লীগ দলীয় প্রার্থী ঘোষণা করেছে। আমরা যারা প্রার্থী রয়েছি নমিনেশন জমা দিচ্ছি। জাতীয় সংসদ নির্বাচন কেউ বাধাগ্রস্ত করতে পারবে না। ৭ তারিখ নির্বাচন হবেই ইনশাআল্লাহ।
এ সময় সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল হুদা মুকুট, সাধারণ সম্পাদক নোমান বখত পলিন, দপ্তর সম্পাদক বিমান কান্তি রায় উপস্থিত ছিলেন।
নয়াশতাব্দী/জেডএম
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ