ঢাকা, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

মিলাদের পোলাও খেয়ে হাসপাতালে ৪১ জন 

প্রকাশনার সময়: ১২ সেপ্টেম্বর ২০২১, ২২:০১

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বেলখুর গ্রামে মিলাদের পোলাও খেয়ে তিন গ্রামের অর্ধশতাধিক মানুষ অসুস্থ হয়ে পড়েছেন।

রোববার দুপুর পর্যন্ত পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪১ জন রোগী ভর্তি হয়েছেন।

স্থানীয়দের বরাত দিয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সোলায়মান মেহেদী জানান, বেলখুর গ্রামে মৃত ব্যক্তির উদ্দেশে শুক্রবার দুপুরে গ্রামের মসজিদে দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়। পরে সেখানে আমন্ত্রিত অতিথিদের পোলাও খাওয়ানো হয়। সেই পোলাও খেয়ে বাকিলা, পানিখুর ও বেলখুর গ্রামের অর্ধশতাধিক নারী-পুরুষ বমি, পাতলা পায়খানা ও পেট ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

পাঁচবিবি উপজেলার বেলখুর গ্রামের আব্দুস সামাদ মণ্ডল বলেন, কিছুদিন আগে বেলখুর গ্রামের বজলুর রহমান নামে এক ব্যক্তি মারা যান। মৃত বজলুর রহমানের আত্মার মাগফিরাত উপলক্ষে গত শুক্রবার স্থানীয় মসজিদে দোয়া মাহফিল শেষে পোলাও খাওয়ানোর পর রাত থেকে অর্ধশতাধিক মানুষের ডায়রিয়া শুরু হয়।

এ দিকে হঠাৎ করে শনিবার রাত থেকে এখন পর্যন্ত ৪১ জন রোগী হাসপাতালে ভর্তি হলে রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। বেড না থাকায় হাসপাতালের মেঝেতেও অনেককে চিকিৎসা নিতে হচ্ছে।

নয়া শতাব্দী/এম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ