ঢাকা, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৪ কার্তিক ১৪৩১, ২৬ রবিউস সানি ১৪৪৬

ব্রাহ্মণবাড়িয়া কারাগারে হাজতির মৃত্যু

প্রকাশনার সময়: ১২ সেপ্টেম্বর ২০২১, ২১:১৮

জেলা কারাগারে মো. আশরাফুল নামে এক হাজতি মারা গেছেন।

রোববার সকালে তিনি মারা যান। মৃত আশরাফুল জেলার নাসিরনগর উপজেলার ভলাকুটের মৃত আলী আহমেদের ছেলে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের সুপার ইকবাল হোসেন জানান, মধ্যরাতে আশরাফুলের বুকে ব্যথা ওঠে। তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক কয়েদির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা আছে।

তিনি আরো বলেন, আশরাফুল গত ২৯ মে থেকে একটি মারামারির মামলায় জেলা কারাগারে হাজতি হিসেবে ছিলেন।

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের চিকিৎসক খান রিয়াজ মাহমুদ জিকু বলেন, হাজতিকে হাসপাতালে নিয়ে আসার আগেই মারা গেছেন।

নয়া শতাব্দী/এম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ