ঢাকা, সোমবার, ৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬

বান্দরবানে বৌদ্ধ ধর্মালম্বীদের মহা পিন্ডদান সম্পন্ন

প্রকাশনার সময়: ২৮ নভেম্বর ২০২৩, ১৬:২৯

বান্দরবানে উদযাপিত হয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের মহাপিন্ডদান অনুষ্ঠান। এই উপলক্ষে মঙ্গলবার (২৮ নভেম্বর) সকাল ৮টায় বান্দরবান রাজগুরু বৌদ্ধ বিহার থেকে প্রায় তিন শতাধিক বৌদ্ধ ভিক্ষুদের একটি বর্ণাঢ্য র‌্যালি বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পিন্ড গ্রহণ করেন।

এ সময় বৌদ্ধ ধর্মালম্বী নারী ও পুরুষেরা সড়কের দুপাশে লাইনে দাঁড়িয়ে বৌদ্ধ ভিক্ষুদের শ্রদ্ধা জানিয়ে নগদ অর্থ, চাল, ফল, মিষ্টি, মোম ও আগরবাতিসহ নানা রকম উপকরণ দান করেন। পরে বৌদ্ধ ভিক্ষুরা পুরো বাজার এলাকা প্রদক্ষিণ শেষে পিন্ড গ্রহণ করে আবার রাজগুরু বৌদ্ধ বিহারে সমবেত হয়।

অনুষ্ঠানে উপস্থিত থেকে বৌদ্ধ ভিক্ষুদের পিন্ডদান করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। এ সময় পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা, পার্বত্যমন্ত্রীর সহধর্মীনি মেহ্লা প্রু, পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান এর সহধর্মীনি কিকি এ, পার্বত্য জেলা পরিষদের সদস্য ক্যসা প্রু, সদস্য লক্ষীপদ দাশ, পৌরসভার মেয়র মো. সামসুল ইসলাম সহ বৌদ্ধ সম্প্রদায়ের নারী-পুরুষেরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত: আষাঢ়ি পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা পর্যন্ত তিন মাস বৌদ্ধ বিহারগুলোতে বৌদ্ধ ভিক্ষুরা বর্ষাবাস পালন করে, এরপরে বিভিন্ন বিহারে বিহারে মাসব্যাপী কঠিন চীবর দান শেষে পিন্ডদান এর আয়োজন করা হয়।

নয়াশতাব্দী/জেডএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ