ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১, ১০ রজব ১৪৪৬

মান্দায় মনোনয়নপত্র সংগ্রহ করলেন অ্যাড. নাহিদ

প্রকাশনার সময়: ২৭ নভেম্বর ২০২৩, ১৮:৫৩

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ- ৪ (মান্দা) আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী অ্যাডভোকেট নাহিদ মোর্শেদ বাবু মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। আজ সোমবার বিকেল ৩টার দিকে সহকারী রিটার্নিং কর্মকর্তা (ইউএনও) লায়লা আঞ্জুমান বানুর দপ্তর থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।

এ সময় উপজেলা আওয়ামী লীগসহ এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তার সঙ্গে ছিলেন।

নৌকা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট নাহিদ মোর্শেদ বাবু উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন। এর আগে দীর্ঘ দিন তিনি উপজেলা যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করেন।

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে বর্তমান সাংসদ মুহা. ইমাজ উদ্দিন প্রামাণিক, উপজেলা চেয়ারম্যান এমদাদুল হক মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দিন মণ্ডল, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাহিদ মোর্শেদ বাবু, উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল মান্নান ও শেখ আব্দুল লতিফ, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ব্রহানী সুলতান মামুদ গামা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদ, এমপিপুত্র সেফায়েত জামিল প্রামাণিক সৌরভ, নওগাঁ জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক আব্দুল বাকী, উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য সুলতান মাহমুদ রায়হান, আফজাল হোসেন ও আতাউর রহমান মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন।

তাদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাহিদ মোর্শেদ বাবু দলীয় মনোনয়ন পেয়েছেন।

নয়াশতাব্দী/জেডএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ