ঢাকা, রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

ঘুষ নেওয়ার অভিযোগে ঈশ্বরগঞ্জ থানার এএসআই ক্লোজড

প্রকাশনার সময়: ১২ সেপ্টেম্বর ২০২১, ১৭:২৮

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. কামরুল ইসলামকে ক্লোজ করা হয়েছে।

থানায় মামলা করতে আসা এক ব্যক্তির সঙ্গে ঘুষ লেনদেনের অভিযোগে তাকে ক্লোজড করা হয়।

রোববার (১২ সেপ্টেম্বর) বিকেলে গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এডিশনাল এসপি) শেখ মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, অভিযোগের প্রেক্ষিতে ওই পুলিশ কর্মকর্তাকে শনিবার (১১ সেপ্টেম্বর) ক্লোজ করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। পরে অভিযোগ তদন্ত করে ঘটনার সত্যতা পেলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, গত ১৩ আগস্ট জাল জন্ম নিবন্ধন সনদ দিয়ে ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা ইউনিয়নের আলাদিয়ার আলগী গ্রামে পাঁচ লাখ টাকা দেনমোহরে এক নাবলকের বিয়ে রেজিস্টি হয়। এ ঘটনায় লিখিত অভিযোগ নিয়ে বরের বাবা তারা মিয়া থানায় অভিযোগ করতে গেলে ৫০ হাজার টাকা দাবি করেন এএসআই কামরুল ইসলাম। পরে কয়েক দফায় এএসআই কামরুল ইসলামকে ২৪ হাজার টাকা দেন তারা মিয়া। কিন্তু টাকা নিয়েও তার অভিযোগ গ্রহণ করা হয়নি।

একইভাবে কনের বাবার কাছ থেকেও মামলা করার জন্য টাকা নেন এএসআই কামরুল ইসলাম।

নয়া শতাব্দী/এম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ