ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

কক্সবাজারে এইচএসসিতে পাসের হার ৭০ দশমিক ৩৮ শতাংশ

প্রকাশনার সময়: ২৭ নভেম্বর ২০২৩, ১৭:৩১

চলতি বছরে অনুষ্ঠিত এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। চলতি বছরের এইচএসসি পরীক্ষায় কক্সবাজার জেলায় ছেলেদের তুলনায় এগিয়ে রয়েছে মেয়েরা। জেলায় ছাত্রদের চেয়ে ৬ দশমিক ৮৪ শতাংশ ছাত্রী বেশি পাস করেছে এবং ৩৩ জন বেশি ছাত্রী জিপিএ- ৫ পেয়েছে।

প্রকাশিত এইচএসসির ফলাফলে দেখা গেছে, কক্সবাজার জেলায় মোট পাসের হার ৭০ দশমিক ৩৮ শতাংশ। এরমধ্যে, মেয়েদের পাসের হার ৭৩ দশমিক ৩৫ শতাংশ এবং ছেলেদের পাসের হার ৬৬ দশমিক ৫১ শতাংশ।

কক্সবাজার জেলা প্রশাসন থেকে প্রাপ্ত ফলাফলে দেখা যায়, জেলায় এইচএসসি পরীক্ষায় এবার মোট পরীক্ষার্থী ছিল ১৪ হাজার ৪১৬ জন। তারমধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করে ১৩ হাজার ৩৪৭ জন। পাস করেছে ৯ হাজার ৩৯৩ জন। গড় পাসের হার ৭০ দশমিক ৩৮ শতাংশ। মোট জিপিএ- ৫ পেয়েছে ২২৭ জন। পাসের হারে, পাসে ও জিপিএ- ৫ প্রাপ্তিতে এগিয়ে রয়েছে মেয়েরা।

অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্যে ৩ হাজার ৮৫৯ ছাত্র ও ৫ হাজার ৫৩৪ জন ছাত্রী পাস করেছে।

জেলায় বিজ্ঞান বিভাগে মোট পরীক্ষার্থী ছিল ১ হাজার ৬১৫ জন। পাস করেছে এক হাজার ৩৩৯ জন। পাসের হার ৮২ দশমিক ৯১ শতাংশ। পাসের মধ্যে ৬৭৮ জন ছাত্র ও ৯৩৭ জন ছাত্রী। জিপিএ-৫ পেয়েছে ১০৯ জন। তারমধ্যে ৫১ জন ছাত্র ও ৫৮ জন ছাত্রী। মানবিক বিভাগে মোট পরীক্ষার্থী ছিল ৮ হাজার ২৮১ জন। পাস করেছে ৫ হাজার ৫১৭ জন। পাসের হার ৬৬ দশমিক ৬২ শতাংশ। পাসের মধ্যে ২ হাজার ৭০ জন ছাত্র ও ৩ হাজার ৪৪৭ জন ছাত্রী। জিপিএ- ৫ পেয়েছে ৫৬ জন। তারমধ্যে ১৮ জন ছাত্র ও ৩৮ জন ছাত্রী। ব্যবসায় শিক্ষা বিভাগে মোট পরীক্ষার্থী ছিল ৩ হাজার ৪৭০ জন। পাস করেছে ২ হাজার ৫৩৭ জন। পাসের হার ৭৩ দশমিক ৫১ শতাংশ। পাসের মধ্যে ১ হাজার ২৩৭ জন ছাত্র ও ১ হাজার ৩০০ জন ছাত্রী। জিপিএ- ৫ পেয়েছে ৬২ জন। তারমধ্যে ২৮ জন ছাত্র ও ৩৪ জন ছাত্রী।

নয়াশতাব্দী/জেডএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ