ঢাকা, সোমবার, ৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬

নাটোরে নাইট গার্ডের মরদেহ উদ্ধার

প্রকাশনার সময়: ২৭ নভেম্বর ২০২৩, ১৭:৩০

নাটোর শহরের লালদিঘি থেকে নবাব আলী (৬০) নামে এক নাইট গার্ডের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে শহরের লালদিঘি থেকে ফায়ার সার্ভিসের উদ্ধারকারীরা এ মরদেহ উদ্ধার করে।

নিহত নবাব আলী (৬০) নাটোর শহরের কাঁঠালবাড়িয়া এলাকার মৃত আমির আলীর ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, নবাব আলী ১৫ বছর থেকে লালদিঘিতে নাইট গার্ড হিসেবে কাজ করে আসছিলেন। প্রতিদিনে মতো সোমবার ভোরে ফজরের নামাজ পড়ে তিনি দিঘিতে কাজে যান। এরপর থেকে তিনি নিখোঁজ হন। স্থানীয়রা সকাল ৭টার দিকে ভাসমান নৌকা মাঝ দিঘিতে দেখতে পেয়ে দিঘির চারপাশে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে না পেয়ে স্থানীয়রা দিঘির লিজ মালিককে বিষয়টি জানান। পরে তিনি ফায়ার সার্ভিস ও রাজশাহী ডুবুরি দলকে খবর দেন। ডুবুরিদল ঘটনাস্থলে এসে এক ঘণ্টার চেষ্টায় লালদিঘি থেকে ওই গার্ডের মরদেহ উদ্ধার করেন।

নাটোর সদর থানার কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ