ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬

শরীয়তপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

প্রকাশনার সময়: ২৬ নভেম্বর ২০২৩, ১৮:৫৬

স্ত্রী হত্যা মামলায় স্বামীকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন শরীয়তপুরের দায়রা জজ আদালত।

রোববার (২৬ নভেম্বর) দুপুরে আদালতের বিচারক শেখ মফিজুর রহমান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডাপ্রাপ্ত মো. নজরুল ইসলাম (৪৪) ডামুড্যা উপজেলার দক্ষিণ পাড়া গ্রামের মৃত হোসেন আলী মাদবরের ছেলে।

মামলার এজাহার ও আদালত সূত্রে জানা গেছে, ২০২১ সালের ১৬ ফ্রেব্রুয়ারি নজরুল ইসলাম তার স্ত্রী আমেনা বেগম (৩০) কে নিজ বাড়িতে কুড়াল দিয়ে কুপিয়ে কুপিয়ে হত্যা করে।

এ ঘটনায় নিহতের ভাই সুলতান মাদবর ৫ জনকে আসামি করে ডামুড্যা থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে নজরুলকে অভিযুক্ত করে একটি অভিযোগপত্র আদালতে দাখিল করে তদন্তকারী কর্মকর্তা।

চার্জশিট গঠন পরবর্তী ১২ জন সাক্ষী সাক্ষ্য দিয়ে মামলার বিচার্য বিষয় প্রমাণ করে। সেই মামলায় আজ আসামিকে মৃত্যুদণ্ড প্রদান করেছেন জেলা দায়রা জজ আদালত।

এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী মির্জা হজরত আলী (পিপি) বলেন, আমরা সাক্ষ্য দিয়ে মামলা প্রমাণ করতে সক্ষম হয়েছি। আদালত আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন। বাদী পক্ষ ও রাষ্ট্রপক্ষ আদালতের আদেশে সন্তোষ প্রকাশ করেছে।

আসামি পক্ষের আইনজীবী এনামুল হক বলেন, আসামি রাগের বশবর্তী হয়ে অজ্ঞান অবস্থায় স্ত্রীকে হত্যা করেছেন। এটি নরহত্যার শামিল। নরহত্যার সাজা যাবজ্জীবন পর্যন্ত হতে পারে। আদালত আসামির প্রতি অন্যায় করেছে। আমরা উচ্চ আদালতে যাব। সেখানে আসামির সাজা কমবে।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ