চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় টাঙ্গাইলের মির্জাপুর ক্যাডেট কলেজের ৫৫তম ব্যাচের ৪৭ জনের মধ্যে ৪৬ জন পরীক্ষার্থীই জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে।
রোববার (২৬ নভেম্বর) ফলাফল প্রকাশের পর এ তথ্য জানিয়েছে ক্যাডেট কলেজ কর্তৃপক্ষ।
উত্তীর্ণরা হলেন, অপু, রুবায়েত, বেনজীর, রাজিব, সাইফ, নাবিল, ফিয়াজ, মুন্না, পারভেজ, সামি, ওয়াসিউ, পিয়াস, হামিম, হোসেন, মাহির, আলভী, নবিন, তানজিম, ফারহান, রিয়াদ, সোহান, সাবিদ, ফাহিম, রাদিত, লাবিব, সিফাউর, জাওয়াদ, জোবায়ের, মিনহাজ, মঈনুল, মাশরিক, তাসফিন, সাকিব, ফাহাদ, সিয়াম, জামিল, বাইজিদ, মুনতাসির, সাদিদ, শুভ, শাইখ, হিসাম, আবিদ, আয়মান, ফয়সাল, অঙ্কন।
এছাড়া শাহরিয়ার নামের এক ক্যাডেট দেড় বছর আগে কলেজ থেকে চলে গেলেও রেজিস্ট্রেশন করার সুবাদে সে পরীক্ষা দিয়ে জিপিএ-৪.০৮ পেয়েছেন।
ক্যাডেট কলেজের অধ্যক্ষ কর্নেল রিয়াজ আহমেদ চৌধুরী নয়া শতাব্দীর এই প্রতিবেদককে বলেন, আমরা সবসময় চেষ্টা করি ক্যাডেট কলেজের যে ঐতিহ্য আছে সেটি ধরে রাখার। যদিও ক্যাডেটদের জন্য পড়ালেখা ছাড়াও অন্যান্য আরও বিষয় জরুরি। তবুও আমরা ভালো ফলাফলের চেষ্টা করি। এছাড়াও ভালো করেছে এবং আগামী বছরেও আরও ভালো ফলাফলের চেষ্টা করা হবে।
নয়া শতাব্দী/এসএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ