ঢাকা, সোমবার, ৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬

বরিশালে গৃহবধূর রক্তাক্ত মরদেহ উদ্ধার, স্বামী ও ছেলে আটক

প্রকাশনার সময়: ২৬ নভেম্বর ২০২৩, ১৫:৫৪ | আপডেট: ২৬ নভেম্বর ২০২৩, ১৫:৫৯

বরিশাল নগরীর জর্ডন রোড এলাকার তিনতলা ভবন থেকে ইশরাত জাহান (৩০) নামে এক গৃহবধূর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী ও ছেলেকে পুলিশের জিম্মায় নেওয়া হয়েছে।

রোববার (২৬ নভেম্বর) ভোরে নগরীর জর্ডন রোড এলাকার একটি বাসা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনাস্থল পরিদর্শনকারী পুলিশ সদস্যরা জানায়, নিহতের স্বামী আওলাদ হোসেন একজন ছাপাখানার কাঁচামাল ব্যবসায়ী। তাদের ঘরে দুইটি সন্তান রয়েছে। আওলাদ হোসেন জর্ডন রোডের একটি তিনতলা ভবনে তার দুই ছেলেমেয়ে নিয়ে থাকতেন।

নিহতের স্বজনরা জানান, ভোরে ফজরের নামাজ পড়ার জন্য ঘুম থেকে ওঠেন আওলাদ হোসেনের স্ত্রী ইশরাত জাহান। এর পরপরই একটি শব্দ পেয়ে তার স্বামী আওলাদ হোসেন সেখানে যান। তিনিও চিৎকার দিলে ঘরের অন্যান্য সদস্যরা সেখানে গিয়ে ইশরাত জাহানকে রক্তাক্ত অবস্থায় দেখতে পায়। পরে ওই ভবনের অন্যদের সহযোগিতায় তাকে হাপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে বরিশাল মেট্রোপিলটন পুলিশর উপকমিশনার আলী আশরাফ বলেন, বিষয়টি দুর্ঘটনা বলে মনে হচ্ছে না। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী ও ছেলেকে পুলিশের জিম্মায় নেওয়া হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ