গাজীপুরের কাশিমপুর কারাগারে মারা গেছেন চট্টগ্রাম মহানগরের চান্দগাঁও থানার ৫ নম্বর মোহরা ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি গোলাপুর রহমান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর।
শনিবার (২৫ নভেম্বর) বিকাল পৌনে ৩টার দিকে গাজীপুরের কাশিমপুর কারাগারে তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।
উল্লেখ্য, গত ২৮ অক্টোবর ঢাকার মহাসমাবেশের আগেরদিন ২৭ অক্টোবর রাজধানীর নয়াপল্টনস্থ বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে পল্টন থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
নয়া শতাব্দী/জেডএম
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ