ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১, ৭ রজব ১৪৪৬

মানসিক দুশ্চিন্তায় গৃহবধূর আত্মহত্যা

প্রকাশনার সময়: ২৫ নভেম্বর ২০২৩, ২১:১৫

লালমনিরহাটের কালীগঞ্জে মানসিক দুশ্চিন্তায় জোহরা খাতুন (৩৬) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।

শনিবার (২৫ নভেম্বর) বিকেলে উপজেলার চলবলা ইউনিয়নের বারাজান গ্রামে এ ঘটনা ঘটে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত ওসি ইমতিয়াজ কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত জোহরা খাতুন উপজেলার ওই গ্রামের জহির আলী মেয়ে ।

স্থানীয় সূত্রে জানা গেছে, জোহরা খাতুন পারিবারিক দুশ্চিন্তার কারণে দীর্ঘদিন ধরে রোগে ভুগছিলেন। এতে বেশ কিছুদিন আগে মানসিক সমস্যা দেখা দেয় তার। শনিবার বিকেলে দুপুরে খাবার খেয়ে ঘুমাতে যান জোহরা।

পরে কোনো সাড়া শব্দ না পেয়ে দরজা ভেঙে স্বজনরা তাকে গলায় রশি পেঁচানো অবস্থায় ঝুলন্তে দেখতে পান। পরে স্বজনদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসেন। খবর পেয়ে পুলিশ এসে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

পরিবার ও প্রতিবেশীদের ধারণা মানসিক দুশ্চিন্তার কারণেই জোহরা খাতুন আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ