শেরপুরের নকলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তোফাজ্জল হোসেন (৫০) ও খোকা মিয়া (৪০) নামের দুইজনের মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে শালা ও দুলাভাই ছিলেন।
শনিবার (২৫ নভেম্বর) বিকেলে উপজেলার গনপদ্দী ইউনিয়নের আদমপুর পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের মিয়া।
নিহত খোকা মিয়া আদমপুর পশ্চিমপাড়া এলাকার মিরাজ আলীর ছেলে এবং তার চাচাতো দুলাভাই তোফাজ্জল হোসেন একই এলাকার মৃত হাবিল উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে বৈদ্যুতিক মোটর দিয়ে খোকা মিয়া তার নবনির্মিত ঘরের দেয়ালে পানি দেওয়ার পরে মোটরটি খুলার সময় অসাবধানতাবশত বিদ্যুতায়িত হন। সে সময়ে তার চাচাতো বোন জামাই তোফাজ্জল তাকে উদ্ধার করতে গেলে তিনিও বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হয়।
পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে চিকিৎসক ডা. মামুনুর রশিদ তাদেরকে মৃত্যু ঘোষণা করেন।
ডা. মামুনুর রশিদ জানান, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের মিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজুর প্রক্রিয়া চলছে। মরদেহ বিনা ময়নাতদন্তে দাফনের জন্য নিহতের পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছে। যথাযথ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ