ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১, ১০ রজব ১৪৪৬

রামগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশনার সময়: ২৫ নভেম্বর ২০২৩, ১৭:৩৪

লক্ষ্মীপুরের রামগঞ্জে পুকুরের পানিতে ডুবে ওমর নামের দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (২৫ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় উপজেলার করপাড়া ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের ডুমুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

শিশু ওমর ওই বাড়ির এস এম হামিদুল ইসলামের একমাত্র ছেলে।

পরিবারের লোকজন জানায়, ওমরের বাবা হামিদুল ব্যক্তিগত কাজে গাজীপুর বাজারে ছিলেন। হামিদুলের স্ত্রী রান্নাবান্না ও ঘরের কাজে ব্যস্ত থাকার কোনো এক সময়ে শিশু ওমর বাড়ির পাশে পুকুরে পড়ে ডুবে যায়। পরে অনেক খোঁজাখুঁজির পর পুকুরের পানিতে তার মরদেহ ভেসে থাকতে দেখেন। খবর পেয়ে শিশুর বাবা হামিদুল ও বাড়ির লোকজন তাকে উদ্ধার করে পোদ্দার বাজারের ভাই ভাই হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ