ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬

সীতাকুণ্ডে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন

প্রকাশনার সময়: ২৪ নভেম্বর ২০২৩, ১৮:৫৯

চট্টগ্রামের সীতাকুণ্ড ভাটিয়ারির বানু বাজার এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

শুক্রবার (২৪ নভেম্বর) ভোর পৌনে ৪টার দিকে উপজেলার ভাটিয়ারী বানু বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

ট্রাকের মালিক জামাল সওদাগর জানান, ভাটিয়ারী বানু বাজারে দাঁড়িয়ে থাকা আমার ট্রাকে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। কারা আগুন দিয়েছে তা আমরা দেখতে পাইনি। এতে ট্রাকের সামনের কেবিনসহ ইঞ্জিন পুড়ে প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে।

ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির এসআই সামিউর রহমান জানান, কে বা কারা ট্রাকে আগুন দিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ