ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১, ১০ রজব ১৪৪৬

বাংলাদেশের কোথাও হরতাল-অবরোধ পালিত হচ্ছে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী 

প্রকাশনার সময়: ২৩ নভেম্বর ২০২৩, ১৮:৪৬

বাংলাদেশের কোথাও হরতাল-অবরোধ পালিত হচ্ছে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। তিনি বলেন, বাংলাদেশের মানুষ হরতাল-অবরোধ চায় না। নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে, বাংলাদেশের মানুষ একটি সুষ্ঠু নির্বাচন দেখতে চায়। তরুণ প্রজন্মের প্রচুর ভোটার আছে, তারা ভোট দিতে চায়।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সিলেটে ব্যক্তিগত সফরে এসে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.) এর মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বিভিন্ন দেশের দূতাবাসে বিএনপির দেওয়া চিঠি প্রসঙ্গে বলেন, এ রকম চিঠি তো তারা অনেক দিয়েছে। মিলিয়ন মিলিয়ন ডলার-পাউন্ড খরচ করেছে। এগুলো অতীতে কোনো কাজে আসেনি, ভবিষ্যতেও কাজে আসবে না।

প্রসঙ্গত, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বুধবার (২২ নভেম্বর) রাতে ব্যক্তিগত সফরে রেলপথে সিলেট আসেন।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ