মুন্সীগঞ্জের গজারিয়া জেলের জালে ধরা পড়লো আজগর সাপ। গজারিয়া উপজেলার টেঙ্গারচর ইউনিয়নের মধ্য ভাটেরচর গ্রাম সংলগ্ন বয়ে যাওয়া মেঘনা নদীতে মাছ ধরার জন্য জাল পেতে রেখেছিলেন শহীদ মিয়া।
বৃহস্পতিবার সকালে জাল তুলে দেখেন এক অজগর সাপ আটকে আছে। স্থানীয় জেলে শহীদ জানান, বুধবার রাতে মধ্য ভাটেরচর নদীতে মাছ ধরার জন্য চায়না জাল পেতে রেখেছিলেন। সকালে জাল তুলে দেখেন একটি অজগর সাপ আটকা পড়েছে। পরে ৯৯৯ এ ফোন দিলে গজারিয়া উপজেলা বনবিভাগের লোকজন এসে সাপটি নিয়ে যায়।
গজারিয়া উপজেলা বনবিভাগের কর্মকর্তা শফিক ভুঁইয়া জানান, উদ্ধার হওয়া অজগর সাপটি প্রায় ৫ ফুট লম্বা। সাপটি গজারিয়া এলাকা সংলগ্ন মেঘনা নদীতে অবমুক্ত করা হয়েছে। এর আগে উদ্ধার হওয়া আজগরটি দেখতে বিভিন্ন গ্রাম থেকে প্রায় অধশত উৎসুক মানুষ ভিড় জমায়।
নয়াশতাব্দী/জেডএম
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ