ঢাকা, শনিবার, ৪ জানুয়ারি ২০২৫, ২০ পৌষ ১৪৩১, ৩ রজব ১৪৪৬

ঠাকুরগাঁওয়ে পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে প্রাণ গেল স্কুলছাত্রের

প্রকাশনার সময়: ২৩ নভেম্বর ২০২৩, ১৮:১৪

ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে পরীক্ষা শেষ করে বাড়ি ফেরার পথে ফারুক হোসেন (১৩) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো ৩ জন।

নিহত স্কুল ছাত্র সদর উপজেলার বালিয়া ইউনিয়নের উত্তর আরাজী গোপালপুরের শুক্কুর আলী ছেলে। সে বগুলাডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। স্কুলছাত্রের মৃত্যুতে তার পরিবারে শোকের মাতম চলছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে ভূল্লী থেকে গড়েয়া রোডের তুরুকপথা নামক স্থানে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় একটি মোটরসাইকেলের চালক স্কুলছাত্র ফারুক ঘটনা স্থলে মারা যান। এ সময় আরেকটি মোটরসাইলের তিনজন আরোহী আহত হয়। পরে তাদের আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।

ভুল্লী থানার অফিসাস ইনচার্জ (ওসি) দুলাল উদ্দিন বলেন, সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের নিহতের ঘটনায় ভূল্লী থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

নয়াশতাব্দী/জেডএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ