শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

চুয়াডাঙ্গায় মা হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

প্রকাশনার সময়: ২২ নভেম্বর ২০২৩, ১৯:১০ | আপডেট: ২২ নভেম্বর ২০২৩, ১৯:১৪

চুয়াডাঙ্গায় জবেদা খাতুন (৫০) হত্যা মামলায় ছেলে মুকুল হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

বুধবার (২২ নভেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র বিচারক মো. জিয়া হায়দার আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত মুকুল হোসেন (২৮) সদর উপজেলার পিরোজখালী গ্রামের আসান আলীর ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২১ সালের ১৩ নভেম্বর বিকেলে জমিজমা সংক্রান্ত পারিবারিক কলহের জেরে ছেলে মুকুল হোসেন মা জবেদা খাতুনকে দা দিয়ে মাথায় আঘাত করে নির্মমভাবে হত্যা করে। এ ঘটনায় নিহতের ভাই মো. আলাউদ্দিন ভাগ্নে মুকুল হোসেনকে আসামি করে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে ২০২১ সালের ৩১ ডিসেম্বর সদর থানার উপ-পরিদর্শক (নিরস্ত্র) মো. হাসানুজ্জামান মামলার একমাত্র আসামি মুকুল হোসেনের বিরুদ্ধে আদালতে অভিযোগ দাখিল করেন। এ মামালায় মোট ১৮ জনের সাক্ষ্য গ্রহণের পর আদালতের বিচারক আসামি মুকুল হোসেনে বিরুদ্ধে এ রায় ঘোষণা করেন।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ