সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ১৫ পৌষ ১৪৩১

ঈশ্বরদীতে জৈব ছত্রাকনাশকের ব্যবহারে কৃষক প্রশিক্ষণ

প্রকাশনার সময়: ২২ নভেম্বর ২০২৩, ১৮:২৫

ঈশ্বরদীতে নিরাপদ ফসল ব্যবস্থাপনার জন্য ডাল ও সবজি ফসলের রোগ দমনে জৈব ছত্রাকনাশকের ব্যবহারে কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

বুধবার ( ২২ নভেম্বর) ঈশ্বরদীর বিনা উপকেন্দ্রের হলরুমে এ প্রশিক্ষণ দেওয়া হয়।

বিনা ঈশ্বরদী উপকেন্দ্রের এসও এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা কৃষিবিদ মো. খান জাহান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিনার মহাপরিচালক ড. মিজা মোফাজ্জল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, কৃষি সম্পসারণ অধিদফতরের পাবনা খামার বাড়ির উপ-পরিচালক কৃষিবিদ ড. জামাল উদ্দিন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মিতা সরকার।

এতে বক্তব্য রাখেন ঈশ্বরদী বিনা উপকেন্দ্রের এসএ-১ মো. হাবিবুর রহমান, কৃষি সম্পসারণ অধিদফতর ঈশ্বরদীর আড়মবাড়িয়া ব্লকের উপসহকারী কৃষি অফিসার আব্দুল আলিম, পতিরাজ ব্লকের উপসহকারী কৃষি অফিসার অলিউজ্জামান ও ভবানিপুর ব্লকের উপসহকারী কৃষি অফিসার মোজাম্মেল হক।

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট ( বিনা) এর জৈব ছত্রাকনাশকের গবেষণার উন্নয়নে ফরমুলেশনের এবং কৃষক পযার্য়ে সম্পসারণ কর্মসূচির অর্থায়নে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এই কর্মসূচির আওতায় পাবনা ও নাটোর জেলার বিভিন্ন এলাকা থেকে আসা ৫০ জন কৃষক-কৃষাণী প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ