ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১, ৭ রজব ১৪৪৬

আশুলিয়ায় ভাড়া বাসায় যুবক খুন, রহস্য উদঘাটনে পিবিআই

প্রকাশনার সময়: ২০ নভেম্বর ২০২৩, ২২:৩১

সাভারের আশুলিয়ায় ভাড়া বাসার নিজ কক্ষ থেকে হাত-পা-মুখ বাঁধা এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। হত্যার রহস্য উদঘাটনে ঘটনাস্থলে এসেছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

সোমবার (২০নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে আশুলিয়ার পলাশবাড়ী বাতানটেক এলাকার শাহরিয়ার আলমের মালিকানাধীন তিনতলা ভবনের তিনতলার একটি কক্ষ থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ঘটনাস্থলে উপস্থিত হয় র‍্যাব ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

নিহত দুরুল হুদা (৪২) চাপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানা উত্তর ফতেহপুর গ্রামের মৃত বাহের আলীর ছেলে। সে একটি কীটনাশক কারখানায় প্যাকিংম্যান হিসেবে কাজ করতো। তার স্ত্রী স্থানীয় এক পোশাক কারখানায় কাজ করেন।

জানা যায়, গত দুমাস ধরে বাতানটেক এলাকায় আলম মিয়ার তিনতলা ভবনের তিনতলায় একটি রুম ভাড়া নিয়ে স্বামী-স্ত্রী বসবাস করে আসছিল। প্রতিদিনের ন্যায় পোশাক শ্রমিক স্ত্রী সকালে কাজে চলে যায়। তবে সকাল ১০টায় দুরুল হুদার কাজে যাওয়ার কথা থাকলেও বেলা আড়াইটার দিকে গেটপাস নিয়ে বাসায় এসে স্ত্রী মেহেরুননেছা দেখেন তার স্বামীর ক্ষতবিক্ষত রক্তাক্ত লাশ মেঝেতে পড়ে আছে। পরে তার চিৎকারে প্রতিবেশীরা এসে পুলিশে খবর দেন।

স্থানীয়রা জানান, নিহতের স্ত্রী মেহেরুন্নেসা সোমবার দুপুর আড়াইটার পর কারখানা থেকে ফিরে বাসায় ঢুকে নিজের স্বামীর মরদেহ দেখতে পায়। পরে তিনি আশেপাশের লোকদের খবর দেন। দুরুল হুদার লাশ ঘরের মেঝেতে পরে ছিল। তার হাত ও পা কাপড়ের টুকরা দিয়ে ও মুখ স্কচটেপ দিয়ে আটকানো ছিল।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মালেক বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। ভাড়া বাসায় কি কারণে যুবক হত্যাকাণ্ডের শিকার এরকম কয়েকটা বিষয় মাথায় রেখে তদন্ত করছি।

সন্ধ্যা ৭ টা ২০ এ ঢাকা জেলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর উপ-পরিদর্শক (এসআই) শহীদুল ইসলাম বলেন, আমরা মাত্র ঘটনাস্থলে পৌঁছেছি। বিস্তারিত অতি দ্রুতই জানানো হবে।

নয়াশতাব্দী/একে ‍

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ